২ দেশকে সংযুক্ত করবে ‘ওয়াইন ট্রেন’ সার্ভিস

প্রকাশিত: ২৫-০৩-২০২৩ ২২:৫২

আপডেট: ২৫-০৩-২০২৩ ২২:৫২

আন্তর্জাতিক ডেস্ক: ‘ওয়াইন ট্রেন’ সার্ভিস সম্পর্কে হয়তো অনেকেরই জানা। মূলত এই সার্ভিসগুলো বেশিরভাগই চলাচল করে ওয়াইন উৎপাদনকারী এলাকাগুলোর মধ্য দিয়ে। যেগুলোতে মানুষ ভ্রমণ করে অবকাশ যাপনের জন্য। যেখানে নানা ধরনের ওয়াইনের সাথে পরিবেশন করা হয় বেশ কয়েক প্রকারের সুস্বাদু খাবার। এক কথায় বলতে গেলে, চলন্ত রেস্টুরেন্ট পার্টির অনুভূতি উপহার দেয়াই এই ট্রেন সার্ভিসগুলোর উদ্দেশ্য। 

তবে, বিভিন্ন দেশের ওয়াইন উৎপাদনকারী অঞ্চলে এই ট্রেন সার্ভিসগুলো চালু রয়েছে। যেমন ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালি ওয়াইন ট্রেন ও ফ্রান্সের বোর্ডো ওয়াইন ট্রেনসহ অনেক। এতদিন এই সার্ভিসগুলোর রুট ছিলো দেশের মধ্যেই। এই প্রথম দুইটি দেশকে সংযুক্ত করতে যাচ্ছে এই ওয়াইন ট্রেন সার্ভিস। লন্ডন ও দক্ষিণ ফ্রান্সের মধ্যে এই সার্ভিসটি চালু করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। 

সংশ্লিষ্টরা জানান, উচ্চ-গতি ও ট্র্যাক-জাম্পিং ট্রেন সার্ভিসটি লন্ডনকে ফ্রান্সের বোর্ডোর দ্রাক্ষাক্ষেত্রের সাথে সংযুক্ত করবে। যা কোলন, ফ্রাঙ্কফুর্ট, জেনেভা, মার্সেই এবং টুলুজসহ বেশ শহরের ওপর দিয়ে যাতায়াত করবে। ফ্রান্সের ওয়াইন উৎপাদনকারী অঞ্চলের দৃশ্য উপভোগ করার পাশাপাশি সেখানে প্রস্তুতকৃত ওয়াইনের স্বাদ দিবে এই ট্রেন সার্ভিসটি। 

যুক্তরাজ্যের প্রথম হাইস্পীড-১ ট্রেনের সিইও ডায়ান ক্রাউথার জানান, ‘আমরা আমাদের যোগাযোগ প্রসারিত করতে চাই এবং নতুন আন্তর্জাতিক রুটের মাধ্যমে এটি বাড়াতে আমরা আগ্রহী।”

২০২৬ সালে ব্রিটিশদের ফ্রান্সের ওয়াইন উৎপাদনকারী অঞ্চলে ভ্রমণের এই স্বাদ উপহার দেওয়ার পরিকল্পনা করছে সংশ্লিষ্টরা। 

 

SAI/shimul