ক্রীড়া ডেস্ক: অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ৫১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এর আগে দুই হারের পর এই জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে শতক হাকান আরিফুল ইসলাম। তার ১০৫ রানে ভর করে তিনশো রান করে বাংলাদেশ। অর্ধশতকের দেখা পান আরিফুল ইসলাম। ম্যাচের শুরুর দিকে ৭২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে আহরার ও আরিফুল দলকে টেনে তোলেন। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ১৬৮ রান। আহরার ১০০ বলে ৮ চার ও ১ ছয়ে ৮৭ রানে থামেন। ৯ চার ও ১ ছয়ে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন আরিফুল। শেষ দিকে মিজানুর রহমান রাব্বি ১৪ বলে ২৯ রান করে দলকে শক্ত অবস্থানে নেন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাহলেল আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে আফগান দুই ওপেনার হাজবুল্লাহ দোরানি ও নুমান শাহ আগা ছাড়া আর কোনও ব্যাটার সুবিধা করতে পারেননি। ডেথ ওভারে ২৭ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় আফগানরা। সর্বোচ্চ ৯৩ রান করেন নুমান। ৪৩ রান আসে হাজবুল্লাহর ব্যাটে। সেঞ্চুরির পর দুটি উইকেটও নেন আরিফুল। সমানসংখ্যক উইকেট পান রাফি উজ জামান, মাহফুজুর রহমান রাব্বি ও শেখ পারভেজ জীবন।
তিন ম্যাচে ২ পয়েন্ট পেয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। লিগ পর্বে তাদের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আফগানিস্তান।
Mustafiz/shimul