বলিউড নির্মাতা প্রদীপ সরকারের মৃত্যু

প্রকাশিত: ২৪-০৩-২০২৩ ১৭:৫২

আপডেট: ২৪-০৩-২০২৩ ১৭:৫২

বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বলিউডের জনপ্রিয় বাঙালি নির্মাতা প্রদীপ সরকার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর।  দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন প্রদীপ। আজ শুক্রবার ভোরে মুম্বাইতে মারা যান প্রদীপ সরকার। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যার কারণে নিয়মিত ডায়ালাইসিস চলছিল তার। সেই সঙ্গে রক্তে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য নিয়েও সমস্যা ছিল এই নির্মাতার।

প্রসঙ্গত, ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে বলিউডে নির্মাতা হিসেবে পা রাখেন প্রদীপ সরকার। তবে এর আগে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিপাড়ায়।

 

Mustafiz/shimul