তারেক সিকদার: চলতি মাসেই পদ্মা সেতুর ওপর পরীক্ষামূলক ট্রেন চলবে। আগামী জুনের মধ্যে শেষ হবে সম্পূর্ণ কাজ। এরপর আগস্টেই যাত্রী নিয়ে চলবে ট্রেন। এমন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর ওপর মূল রেল সেতুর কাজ। সেতুর দুই প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ আগেই শেষ হয়েছে।
গাড়ি চলছে পদ্মা সেতুর ওপর। তার নিচ দিয়েই যাচ্ছে ট্রেন। সেতুর ওপর ট্রেন চলার এই দৃশ্য পরীক্ষামূলক। মাওয়া প্রান্ত থেকে উড়াল রেলপথ ধরে মূল সেতুর কিছু অংশে চলছে পরীক্ষামূলক এই বিশেষ ট্রেন। এর মাধ্যমে সেতুর ওপর ট্রেন চলার খুঁটিনাটি যাচাই-বাছাই করা হচ্ছে।
চলতি মাসেই সেতুর পুরো অংশে রেললাইন বসানোর কাজ শেষ করবে প্রকল্প সংশ্লিষ্টরা। এরপর জাজিরা প্রান্ত থেকে মাওয়া পর্যন্ত চলবে পরীক্ষামূলক বিশেষ ট্রেন। রেল লাইন বসানোর কাজ বাকি মাত্র ১৪ মিটার। চীন থেকে স্লিপার আসার পর এ মাসেই বসে যাবে বাকি লাইন।
সেতুর জাজিরা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ৩২ কিলোমিটার এবং সেতু থেকে মাওয়া পর্যন্ত আগেই রেল লাইন বসানোর কাজ পুরোটা শেষ হয়েছে। দিনের পাশাপাশি রাতেও কাজ চলছে মূল সেতুতে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলী শওকত আলী জানান, ঢাকা থেকে যশোর পর্যন্ত তিন ভাগ হয়ে কাজ চলা এই প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ। তবে শুরুতে ঢাকার কমলাপুর থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙা পর্যন্ত ট্রেন চালাতে চায় রেল কর্তৃপক্ষ। কমলাপুর থেকে ভাঙা পর্যন্ত ১০টি রেল স্টেশন নির্মাণের কাজও সমানতালে চলছে।
TH/sharif