পানামাকে ২-০ গোলে হারালো আর্জেন্টিনা

প্রকাশিত: ২৪-০৩-২০২৩ ০৮:২৯

আপডেট: ২৪-০৩-২০২৩ ০৮:২৯

ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপ ফুটবলের পর আবারো জয় দিয়েই মাঠের খেলায় ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠ বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে আলভিসিলেস্তেরা। 

খেলার শুরু থেকে দুই দলের স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই। তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয়নি আর্জেন্টিনা। ৭৮ মিনিটে থিয়াগো আলমাডার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

৮৯ মিনিটে হাজারো দর্শককে উল্লাসে ভাসিয়ে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এদিকে, খেলার বাকি সময় আর কোন দল গোল না পেলে পানামার বিপক্ষে ২-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মেসি-ডি মারিয়ারা।

AAA/sharif