আন্তর্জাতিক ডেস্ক: গর্ভনিরোধে হরমোনাল ওষুধ ব্যবহারের কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।স্থানীয় সময় মঙ্গলবার (২১শে মার্চ) পিয়ার-পর্যালোচিত পিএলওএসের মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এতথ্য জানানো হয়েছে। গবেষণায় বলা হয়, নারীদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি হরমোনজনিত গর্ভনিরোধকগুলোর ক্ষেত্রে প্রায় একই ছিল। বিশেষ করে যেগুলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টোজেন ব্যবহার করে।
এতে বলা হয়, হরমোনের গর্ভনিরোধক ব্যবহার এবং স্তন ক্যান্সারের ঝুঁকির মধ্যে যোগসূত্রের মূল্যায়ন করতে গবেষকরা স্তন ক্যান্সারে আক্রান্ত ৫০ বছরের কম বয়সী প্রায় ১০ হাজার নারীকে সম্পৃক্ত করে একটি সমীক্ষা চালান।
এতে দেখা যায়, গর্ভনিরোধকগুলোতে প্রোজেস্টোজেনের উপস্থিতির কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি প্রায় ২০% থেকে ৩০% বাড়িয়েছে। সমীক্ষায় দেখা গেছে, গত পাঁচ বছরে ১ লাখে প্রতি আটজন ১৬ থেকে ২০ বছর বয়সী তরুণী স্তন ক্যান্সারে আক্রান্ত। আর প্রতি এক লাখে ২৬৫ জন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারী স্তন ক্যান্সারে আক্রান্ত।
বিশেষজ্ঞরা বলেন, গর্ভনিরোধক গ্রহণের অনেক সুবিধা সম্পর্কে আমরা অনেক কিছু জানি। কিন্তু ঝুঁকিটা কম জানি। স্তন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির ব্যাপারটি আমাদের গুরুত্ব দিতে হবে।
hasna/sharif