নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের প্রতি মানুষের আস্থার সংকট কিছুটা থাকলেও দুদক তার সাধ্যমতো কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মাঈনুদ্দিন আবদুল্লাহ। দুর্নীতির অনুসন্ধান এবং তদন্তের বাড়ছে বলেও জানান তিনি।
আজ (মঙ্গলবার) দুদকের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন সোমবার রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হয়।
এমপিদের হলফনামার তথ্য খতিয়ে দেখা হবে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনী বছরে চোখ কান খোলা রাখবে দুদক। রাজনীতিসহ সবকিছু থেকে প্রভাবমুক্ত থেকে কাজ করবেন তারা।
তিনি বলেন, আগের কয়েক বছরের তুলনায় ২০২২ সালে বেশি কাজ করেছে দুদক। এমনকি মামলার সফলতার হারসহ সব বিষয়েই উন্নতি হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালে প্রায় ২০ হাজার অভিযোগের মধ্যে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে ৯০০টি। আর তিন হাজারের বেশি অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত বছর চার্জশিট অনুমোদন হয়েছে ২২৪টি, মামলা হয়েছে ৪০৬টি, ফাঁদ মামলা হয়েছে ৪টি; সাজা হয়েছে ২১১টির।
এদিকে, দুদক কমিশনাররা দাবি করেছেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীন দুর্নীতি শতভাগ শেষ করা না গেলেও অনেকটা কমেছে। দুর্নীতি দমন কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি সম্পর্কে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সমালোচনার বিষয়ে তারা বলেন, সঠিক তথ্য ছাড়া মনগড়া বক্তব্য প্রদান উচিৎ নয়।
EHM/shimul