বিনোদন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকের ভরাডুবির কারণে মহা বিপদে পড়েছেন হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন। হারিয়েছেন জীবনের অর্ধেক সঞ্চয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইমেন ক্যানসার রিসার্চ ফান্ড আয়োজিত ‘আনফরগেটেবল ইভিনিং’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অঝোরে কাঁদেন আর কথাগুলো বলেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি জানি যে জিনিসটি পেতে হবে কিন্তু কীভাবে টাকা পাঠাতে হবে তা বোঝা কঠিন। আমি প্রযুক্তিগত বিষয়টা বিশেষ বুঝি না। আমি এখনই একটি চেক লিখে দিতে পারি। কিন্তু এই মুহূর্তে, এটাও একপ্রকার সাহস দেখানোর মতো ঘটনা। কারণ আমি জানি কি ঘটছে! আমি এই ব্যাংকিং গোলযোগের কারণেই জীবনের অর্ধেক সঞ্চয় হারিয়েছি।’
যদিও তার সঙ্গে ঠিক কী ঘটেছে তা বিস্তারিত জানাননি শ্যারন স্টোন। তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) এবং সিগনেচার ব্যাংকের পতনের খবর হয়ত অনেকেরই জানা। যেটি কিনা ২০০৮ সালের আর্থিক সংকটের পর, এটিকে সবচেয়ে বড় ব্যাঙ্ক ব্যর্থতা বলে মনে করা হচ্ছে। যা মার্কিন ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
sanjida/shimul