গ্যাংস্টারের হুমকি, কড়া নিরাপত্তায় সালমান খান

প্রকাশিত: ২০-০৩-২০২৩ ২১:৫২

আপডেট: ২০-০৩-২০২৩ ২১:৫২

বিনোদন ডেস্ক: বলিউড তারকা সালমান খান আবারও হুমকি পেয়েছেন। এবার হুমকি এসেছে গ্যাংস্টার গোল্ডি ব্রারের থেকে। এ ঘটনার পর সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সালমান খানের ব্যক্তিগত সহকারী জর্ডি প্যাটেলকে ইমেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। সেই ইমেলে লেখা হয়েছে, সালমানের সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে চান গোল্ডি। এজন্য সালমানকে সময় ঠিক করতে বলেছেন তিনি। নয়তো পরিণতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

শনিবার পাওয়া এই ইমেলের পর সালমানের বান্দ্রার বাড়ি গ্যালাক্সির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিছুদিন সব ধরণের ইভেন্টে অংশ নিতে নিষেধ করা হয়েছে অভিনেতাকে। সালমানের বন্ধু প্রশান্ত গুঞ্জলকার বান্দ্রা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিষ্ণোই, গোল্ডি এবং রোহিতের বিরুদ্ধে।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই কয়েক বছর আগে সালমান খানকে কালো হরিণ মামলায় জড়িত থাকার জন্য হত্যার হুমকি দিয়েছিলেন। সম্প্রতি কারাগার থেকে আবারও সালমানকে হত্যার হুমকি দেন তিনি। এর আগে সালমানের বাড়ির সামনে থেকে একজন পেশাদার শুটারকে গ্রেফতার করা হয়েছিল।

rocky/sharif