ডিবিতে গিয়ে শাকিবের অভিযোগ দায়ের

প্রকাশিত: ১৯-০৩-২০২৩ ২১:০৪

আপডেট: ১৯-০৩-২০২৩ ২১:০৬

নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্র প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ-ডিবির কাছে অভিযোগ দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। আজ (রোববার) ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন অর রশিদের কাছে লিখিত অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, অভিনেতা শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তার অভিযোগ তদন্ত করে দেখা হবে। তদন্তে শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তোলেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। লিখিত অভিযোগের পর গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সেই প্রযোজকের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাকিব খান। 

এ ঘটনায় গুলশান থানায় গতরাতে মামলা করতে যান শাকিব। কিন্তু থানা পুলিশ মামলা না নেওয়ায় আজ বিকেলে ডিবি কার্যালয়ে হাজির হন শাকিব।

sanjida/sharif