৯ উইকেট হারিয়ে চাপে আয়ারল্যান্ড

প্রকাশিত: ১৮-০৩-২০২৩ ২০:১০

আপডেট: ১৮-০৩-২০২৩ ২১:০২

ক্রীড়া ডেস্ক:  সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সাকিব-হৃদয় ও মুশফিক-হৃদয়ের জুটিতে ৮ উইকেটে ৩৩৮ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জবাবে ভালো শুরু করেছিল আইরিশরা। প্রথম ১০ ওভারে উইকেট দেয়নি তারা। এরপরই একে,একে হারিয়ে বসে ৬ উইকেট। আর এতে পুরোপুরি চাপে পড়ে যায় আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ড ২৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানে ব্যাট করছে। লরকান টাকার ও কার্টুস ক্যাম্পার ব্যাট করছেন। আন্দ্রে বালব্রিনি ৫ ও হ্যারি টেক্টর ৩ রান করে আউট হয়েছেন। 

দলীয় ৬০ রানে সাজঘরে ফেরার আগে ডোহেনি করেন ৩৮ বলে চার বাউন্ডারি  আর এক ছক্কায় ৩৪ রান। তার বিদায়ে ১১.২ ওভারে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। 

তাসকিনের করা শর্ট বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পল স্টার্লিং। তার বিদায়ে ১২.২ ওভারে ৬২ রানে দুই ওপেনারের উইকেট হারায় আয়ারল্যান্ড। এবাদতের দ্বিতীয় শিকারে পরিণত হন হ্যাটি ট্যাকার। 

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডবে রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ৩৩৮ রান। ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ।

এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে সর্বোচ্চ ৩২৯ রান করেছিল টাইগাররা। 

 

Mustafiz/shimul