নিজস্ব প্রতিবেদন: আসন্ন পবিত্র রমজান মাসে ঢাকা শহরে পানি সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি বলেন এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
রমজানে ঢাকা ওয়াসার সব পানি শোধনাগার ও পানির পাম্প নিরবচ্ছিন্নভাবে ২৪ ঘণ্টা চালু থাকবে। শনিবার রাজধানীর কারওয়ানবাজারে ওয়াসা ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রাজধানীর মসজিদে পানি সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে ওয়াসার এমডি বলেন, জরুরি প্রয়োজনে পানি সরবরাহের জন্য ঢাকা ওয়াসায় ৪৮টি পানির গাড়ি ও ১৭টি ট্রাক্টর প্রস্তুত রাখা হয়েছে।
Azmi/shimul