নিজস্ব প্রতিবেদক: অর্থপাচারের সাথে তৈরি পোশাক খাতের কোন প্রতিষ্ঠান জড়িত নেই বলে দাবি করেছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন, বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। আজ (শনিবার) দুপুরে, রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিজিএমইএ সভাপতি।
এসময় তিনি জানান, বাংলাদেশেকে আন্তর্জাতিক অঙ্গনে ব্র্যান্ডিং করতে নানা পদক্ষেপ নিচ্ছে বিজিএমইএ। এরই অংশ হিসেবে ২০২৪ সালের পহেলা জানুয়ারি থেকে, রপ্তানি হওয়া তৈরি পোশাকের লেভেলে মেড ইন বাংলাদেশের পাশাপাশি, বাংলা বর্ণমালায় 'বাংলাদেশে তৈরি ' লেখার উদ্যোগ নেয়া হয়েছে।
দেশে উৎপাদিত সকল পণ্যে এই ট্যাগ ব্যবহার করতে উৎপাদকদের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, চলতি বছর প্রথম দুই মাসে ৮৩৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক এক দুই শতাংশ বেশি।
SMS/shimul