নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদ ও তাদের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকাসহ দেশের সকল মহানগরে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। আজ (শনিবার) রাজধানীতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হয়ে খালেদা জিয়ার মুক্তিসহ ক্ষমতাসীনদের পদত্যাগের দাবি তুলে মিছিল স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো নয়াপল্টন এলাকা। বিকেলে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দেশের অন্যসব মহানগরে বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
সরকার পতনে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ করেছে সমমনা দল ও জোটের নেতাকর্মীরা। রাজনৈতিক সংকট সমাধানে অবিলম্বে ক্ষমতাসীনদের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান জোট নেতারা।
GM/sharif