দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে কাশ্মীরের টিউলিপ বাগান

প্রকাশিত: ১৬-০৩-২০২৩ ১৪:৩৩

আপডেট: ১৬-০৩-২০২৩ ২০:২৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান। এতে রয়েছে প্রায় ৭০ প্রজাতির টিউলিপ ফুল। আগামী রোববার বাগানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।টিউলিপ ফুলের মোহনীয় সৌন্দর্যের টানে এই বাগানে প্রতি বছর সমাগম ঘটে লাখো পর্যটনের। 

মুগ্ধ হওয়ার মতো ফুল টিউলিপ। লাল, হলুদ, কিংবা বেগুনি...নানান রঙে হয় এই ফুল। বিশেষত আমেরিকা,ইউরোপের দেশগুলোতে টিউলিপের চাষ হয়ে থাকে। তবে ভারতের কাশ্মীরের শ্রীনগরেও হয় টিউলিপ চাষ। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে দেখা মেলে নানা রঙের টিউলিপ।

পাহাড়ঘেরা হ্রদের পাশে ঢালু ভূমিতে প্রায় ৩০ হেক্টর এলাকা জুড়ে বি¯তৃত এই টিউলিপ বাগান। এশিয়া মহাদেশে এর চেয়ে বড় টিউলিপবাগান আর নেই। বাগানটিতে রয়েছে ৬৮টি জাতের ১৫ লাখেরও বেশি টিউলিপ। এবারের মৌসুমে নানা আকারের ও নানা রংয়ের টিউলিপ ফুটেছে বাগানটিতে।টিউলিপ ছাড়াও নানা ধরনের ফুল রয়েছে এই বাগানে।  

প্রতি বছরের মতো এবারও বাগানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। টিকিট কেটে টিউলিপের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পারবেনদেশি-বিদেশি পর্যটকরা ।

কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম দিকে এই বাগানে রং-বেরঙের টিউলিপ ফুটতে শুরু করে। এই সময়কে মাথায় রেখেই পর্যটক ও দর্শনার্থীদের জন্য বাগানটি খুলে দেয়া হয়। প্রতি বছর নতুন নতুন জাতের টিউলিপ লাগানো হয় এই বাগানে। বাগানটির ফুলের মান ধরে রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কর্মীরা।

 

 

 

hasna/shimul