দুদকের চাকরি আর ফিরে পাবেন না শরীফ

প্রকাশিত: ১৬-০৩-২০২৩ ১৩:৫৯

আপডেট: ১৬-০৩-২০২৩ ১৩:৫৯

নিজস্ব প্রতিবেদক: কারণ দর্শানো ছাড়াই কোনো কর্মীকে চাকরি থেকে অপসারণের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের বিধি অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। এছাড়াও রায়ে বিধিটি নিয়ে দুদকের চাকরিচ্যুত উপসহাকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের করা রিটটিও বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন। 

বিধিটির ক্ষমতাবলে গত বছরের ১৬ই ফেব্রুয়ারি শরিফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলে তিনি এর বৈধ্যতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। বিধিটি নিয়ে দুদকের করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেসময় শরীফের এই রিটের শুনানি মুলতবি করেছিলেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে গত বছরের ১৬ই জুন লিভ টু আপিল করেন শরীফ। 

গত দোসরা মার্চ দুদকের করা আপিলের সঙ্গে শরীফের লিভ টু আপিল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। শুনানির শেষে আজ রায় দিলেন আপিল বিভাগ।

 

Forhad/shimul