ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুরে শের-ই বাংলা এ.কে. ফজলুল হকের প্রতিষ্ঠা করা সাতুরিয়া মেহেরুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভবনগুলোর বেহাল দশা। দুর্ঘটনার ভয় ও আতঙ্ক নিয়েই জরাজীর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ থাকায় নতুন ভবনের জন্য ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানালেন শিক্ষা কর্মকর্তা।
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে শের-ই বাংলা এ.কে ফজলুল হক তাঁর খালার নামে ১৯৪১ সালে সাতুরিয়া মেহেরুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৬৫ সালে একতলা ভবন নির্মাণ করা হয়। পরে ২০০২ সালে একটি আধাপাকা টিনশেড এবং একটি দোতলা ভবন নির্মাণ করা হয়।
বর্তমানে ভবনগুলোর অবস্থা জরাজীর্ণ। দেয়াল ও ছাদের পলেস্তারা খসে রড বের হয়ে গেছে। পিলার ও সিলিংয়ে দেখা দিয়েছে ফাটল। যে কোনো মুহুর্তে ভবনটি ধসে ঘটতে পারে দুর্ঘটনা। সেই আশঙ্কা নিয়ে দিন কাটছে শিক্ষক-শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনা আক্তার জানালেন, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানে ভোগান্তি পোহাতে হচ্ছে।
নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে জানালেন রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা আলম।
অবিলম্বে স্কুলটিতে নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের।
Nishat/shimul