নিজস্ব প্রতিবেদক: আগামী মে মাসের প্রথম সপ্তাহে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। মঙ্গলবার (১৪ই মার্চ) পিএসসি কর্মকর্তাদের এক সভায় পরীক্ষার তারিখ নিয়ে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, সভায় মে মাসের প্রথম দিকে পরীক্ষা আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। প্রাথমিকভাবে একটি তারিখও চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত করা তারিখ নিয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনা করা হবে। আলোচনা শেষে আগামী সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করবে পিএসসি। বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ছাপানো ও আসন্ন রমজানসহ বেশ কিছু কারণে মার্চ অথবা এপ্রিল মাসে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। এজন্য মে মাসে প্রিলি পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, যে তারিখটি নির্ধারণ হয়েছে সেটি নিয়ে আরও পর্যালোচনা করা হবে। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে। মার্চ অথবা এপ্রিলে রোজা তাই এই দুই মাসে এই বড় পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। মে মাসে আয়োজনের সর্ব সম্মতিক্রমে আলোচনা হয়েছে।
SAI/sharif