নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামান নামের এক শিক্ষার্থী। আজ (রোববার) দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের ফল প্রকাশ অনুষ্ঠানে এতথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এবার মেডিকেল ভর্তির পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষার্থী রাফসান জামান। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নাম্বর পেয়েছেন। এবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন। মোট পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। তিনি আরো জানান, পাস করাদের মধ্যে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী।
এর আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজসহ আরও অনেকে।
sanjida/sharif