বোরো ধান রোপনে ব্যস্ত কৃষকরা

প্রকাশিত: ১১-০৩-২০২৩ ০৮:২৫

আপডেট: ১১-০৩-২০২৩ ১১:৪৮

ডেস্ক প্রতিবেদন: জয়পুরহাট ও গোপালগঞ্জে পুরোদমে চলছে বোরো ধান রোপন। এখন মাঠে ধানের চারা লাগানো ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। দুই জেলাতেই ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। আর আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো চাষে অতিরিক্ত ফলনেরও আশা করছে কৃষি বিভাগ।

জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের মাঠজুড়ে চলছে বোরো ধানের চারা রোপনের কাজ। কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার কেউ চাষের জন্য জমি তৈরির কাজে ব্যস্ত। 

চলতি মৌসুমে জয়পুরহাটে ৬৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা থেকে প্রায় ৪ লাখ ২২ হাজার ৫২৯ মেট্রিকটন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।

জেলায় এবছর বোরোর আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন।

এদিকে, গোপালগঞ্জে ৮০ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা ছাড়িয়ে গেছে। আবাদ হয়েছে ৮১ হাজার ২০০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলন হবে বলে আশা কৃষকদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা অরবিন্দু কুমার রায় জানালেন, জেলার প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ধানের ফলনে কৃষকের মুখে হাসি ফুটবে বলে প্রত্যাশা সবার।

Nishat/sharif