পটুয়াখালীতে বেড়েছে বোরোর আবাদ

প্রকাশিত: ২৪-০২-২০২৩ ০৯:১১

আপডেট: ২৪-০২-২০২৩ ১৭:৫৭

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালী জেলায় এক সময় বোরো ধানের চাষ না হলেও দিন দিন এর আবাদ বাড়ছে। কৃষকরা এখন বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। এবছর প্রায় ৩ হাজার হেক্টর জমিতে এই ধানের চাষ হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। তবে সেচের সুবিধা নিশ্চিত করা এবং খালগুলো পুনরায় খনন করে মিষ্টি পানি সংরক্ষণ করতে পারলে বোরোর আবাদ আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন কৃষিখাত সংশ্লিষ্টরা। 

একটা সময় ছিল আমন ধান আবাদের পর পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের অধিকাংশ জমি অনাবাদী পড়ে থাকতো। তবে সেসব দিনেরপরিবর্তন ঘটেছে। কৃষিতে যান্ত্রিকীকরণসহ উচ্চফলনশীল বীজ ও সারের পর্যাপ্ত যোগান থাকায় এখনও সেচ সুবিধা বাড়ায় একই জমিতে তিন থেকে চারটি ফসল ফলানো হচ্ছে। বিশেষকরে বোরো ধানের চাষ দিনদিন বাড়ছে।

তবে অনেক এলাকায় খাল ভরাট হয়ে যাওয়া এবং স্লুইস গেইটগুলো অকেজা হয়ে পড়ায় সেচ কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান চাষীরা। বিঘ্নিত হচ্ছে বোরো ধানের আবাদ। পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, বোরো চাষে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রনোদনা দেয়া হচ্ছে। 

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে উপকূলীয় এলাকায় বাড়ছে খরা ও লবনাক্ততা। পরিবর্তিত এই পরিস্থিতিতে সহনশীল জাতের ধান উদ্ভাবনের তাগিদও দিলেন কৃষিখাত সংশ্লিষ্টরা।

sanjida/sharif