তেঁতুলিয়ায় সৌন্দর্য ছড়াচ্ছে টিউলিপ বাগান

প্রকাশিত: ২৪-০২-২০২৩ ০৮:৫২

আপডেট: ২৪-০২-২০২৩ ০৯:৩৫

ঠাকুরগাঁও সংবাদদাতা: উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সৌন্দর্য ছড়াচ্ছে টিউলিপ ফুলের বাগান। উপজেলার দর্জিপাড়া এলাকার ২০ জন নারী উদ্যোক্তা দুই একর জমিতে চাষ করেছেন ১০ প্রজাতির টিউলিপ ফুল। নানান রঙের ফুলে ভরে গেছে গোটা ভূমি। ফুল দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো পর্যটক। 

বিস্তৃত সবুজ ভূমির ফাঁকে ফাঁকে মাথা তুলে উঁকি দিচ্ছে নানা রঙের ফুল। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দর্জিপাড়া চাষ হচ্ছে ভিনদেশী ফুল টিউলিপ। ১০ প্রজাতির ১০টি রঙের মধ্যে প্রায় প্রতিটি ফুলই ফুটেছে সারি সারিভাবে। চারা রোপণের ২২ দিনের মাথায় ফুটতে শুরু করেছে মনোমুগ্ধকর ফুল। 

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে দর্জিপাড়া গ্রামের ২০ জন নারী উদ্যোক্তা চাষির মাধ্যমে সম্প্রতি নেদারল্যান্ডস থেকে আনা টিউলিপ গাছের রোপণ করা হয়। এই প্রকল্পটিতে আর্থিক সহায়তা দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। ২০ জন চাষী মোট ২ একর জমিতে ১০ প্রজাতির ১ লাখ টিউলিপের বাল্ব রোপণ করেন। শীত অঞ্চলের এই ফুল ফোটাতে ব্যবহার করা হয়েছে উচ্চ কৃষিপ্রযুক্তি। 

টিউলিপ ফুল চাষে প্রশিক্ষণের মাধ্যমে চাষিদের সক্ষমতা বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে উদ্যোক্তা প্রতিষ্ঠান। চাষীরা প্রশিক্ষিত হলে বিদেশ থেকে টিউলিপ ফুল আমদানি কমবে বলেও জানান এই কর্মকর্তা। 

Nishat/sharif