পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কৃষি জমিতে লবণাক্ততা বাড়ছে। ফলে অনাবাদী হচ্ছে এ অঞ্চলের কৃষিজমি। লবণাক্ততা বন্ধে এখনই উদ্যোগ না নিলে উপকূলীয় এই জেলায় কৃষি উৎপাদন হুমকির মুখে পড়বে বলে আশংকা কৃষি বিজ্ঞানীদের। বর্তমানে শুস্ক মৌসুমে জেলার মোট আবাদী জমির সাড়ে ২৭ ভাগ অনাবাদী পড়ে আছে। এছাড়া এবছর বেশ আগেই জমিতে লবণাক্ততা দেখা যাচ্ছে।
উপকূলীয় জেলা পটুয়াখালীতে আবাদি জমির পরিমাণ তিন লক্ষ সাত হাজার আট শত পঁচাত্তর হেক্টর। কৃষি বিভাগের হিসাব মতে, এর অর্ধেক প্রায় দেড় লাখ হেক্টর জমি লবণাক্ত। এসব জমিতে ফসল উৎপাদন হয় না বললেই চলে।
প্রতি বছর মার্চ থেকে এপ্রিল মাসে জমিতে লবণের সাদা আস্তরণ দেখা যায়। তবে এবার ফেব্রুয়ারির প্রথম দিকেই লবণের আস্তরণ দেখা যাচ্ছে। গলচিপা এবং কলাপাড়া উপজেলায় লবণাক্ততার প্রভাব সব থেকে বেশি।
পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা মোহম্মদ নজরুল ইসলাম জানান, লবণাক্ততা সহনশীল ফসল চাষাবাদ করতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই সংকট কালে কৃষি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ার আহ্বান জানান তিনি।
lamia/sharif