নিজস্ব প্রতিবেদক: তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রেরিত ৬০ সদস্যর সম্মিলিত সাহায্যকারী দল তুরস্কে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল, বাংলাদেশ সেনাবাহিনীর থেকে ২৪ জন, ডাক্তার ১০ জন ও কেবিনক্রু ১৪ জন।
আজ বুধবার রাত ১০ টায় বিমান বাহিনীর একটি বিমানে বিভিন্ন উদ্ধার সরঞ্জাম নিয়ে যাওয়ার কথা রয়েছে।
গত সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। এর গভীরতা ভূপৃষ্ঠে থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে। এরপর সোমবার দুপুরে ও বিকালে আরও দুইবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এরমধ্যে তুরস্কের স্থানীয় সময় সোমবার দুপুরে ৭.৬ মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানায় তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি)।
এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৮ হাজারে গিয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরার সর্বশেষ তথ্যমতে শুধুমাত্র তুরস্কেই প্রাণহানি হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার ৮৯৪জনে। আর সিরিয়ায় মরদেহ উদ্ধার হয়েছে অন্তত ২ হাজার ৩২জনের। এছাড়া দুই দেশেআহত হয়েছেন প্রায় হাজার হাজার মানুষ।
Forhad/shimul