শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উল্লাস

প্রকাশিত: ০৮-০২-২০২৩ ১৪:০৮

আপডেট: ০৮-০২-২০২৩ ২০:৪৫

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরপরই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। সাফল্যের আনন্দ সহপাঠি, অভিভাবক এবং শিক্ষকদের সাথে ভাগাভাগি করে নিতে কলেজ মাঠে ছুটে আসে তারা। ভবিষ্যতে আরো ভালো করার প্রত্যয়ও জানান ছাত্র-ছাত্রীরা। 

বুধবারের সকালের আলোটা হয়তো এতোটা রঙ্গিন ছিল না আনন্দে আত্মহারা এসব শিক্ষার্থীর কাছে। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের শেষটা কতোটা অর্থবহ হবে সেই চিন্তাতেই বিভোর ছিলো এসব শিক্ষার্থীরা। অবশেষে অবসান হলো উদ্বেগের। সারা বছরের সাধনার প্রাপ্তি এইচএসসির ফল হাতে পেয়েছে তারা ।

তাই তো বাঁধনহারা পাখির মতো দুই ডানা মেলে মাঠজুড়ে তাদের এই উচ্ছাস। এই উচ্ছলতা, এই আনন্দ, এই অনুভুতির আজ কোন সীমানা নেই। উচ্চশিক্ষার দুয়ার খুলেছে তাদের সামনে।

অনলাইনে প্রকাশের জন্য আগেই মুঠোফনে ফল জেনেছে অনেকেই। তারপরও শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট বোর্ডে নিজের গর্বিত নম্বরটা খুঁজে দেখার নেশাটা ছাড়তে পারে না অনেকেই। এ যেন স্বপ্নপূরণের চাবিটা হাতে পাওয়ার অনুভূতি। 

নিজেদের প্রত্যাশিত ফলের আনন্দটুকু ভাগাভাগি করে নিতেই প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটে আসেন অভিভাবকদের সাথে নিয়ে। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের শেষটা সবার সাথে উদযাপন করে নেয় তারা। সন্তানের সাফল্যে নিজেদের কষ্টকে সার্থক মনে করছেন অভিভাবকরা।

ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রেখে দেশের জন্য ভালো কিছু করার প্রত্যয়ও জানান এই শিক্ষার্থীরা।

 

GM/Bodiar