খুলনা সংবাদদাতা: খুলনায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন নারীরা। এসব প্রশিক্ষণ কেন্দ্রে ব্লক, বাটিক, সেলাইসহ হাতের নানা কাজ শেখানো হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্তরা নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্য নারীদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করছেন। তারা জানালেন এসব প্রশিক্ষণ গ্রহণের পর তাদের অনেকেই এখন পরিবারের হাল ধরতে পারছেন।
খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের একটি প্রশিক্ষণ কক্ষের চিত্র এটি। কেউ ব্যস্ত সেলাই মেশিনের কাজ শিখতে, কেউ বা রঙের ছাপ দিচ্ছেন কাপড়ে। আবার কেউ ব্যস্ত হাত ব্যাগ তৈরিতে। কেউ হাতে আঁকা নানা ছবি ফুটিয়ে তুলছেন কাপড়ে। নকশী কাঁথার কাজও শিখছেন অনেকে। এসব প্রশিক্ষণ গ্রহণ করে অনেক নারী যেমন স্বাবলম্বী হয়ে সংসারের স্বচ্ছলতা ফেরাচ্ছেন, আবার অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন।
জেলার পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, স্থানীয় নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি নানা পরামর্শও দেয়া হচ্ছে।
খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রতি তিনমাস পর পর ৫৮০ জন নারী বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করছেন বলে জানান, প্রতিষ্ঠানটির উপ-পরিচালক হাসনা হেনা।
শুধুমাত্র খুলনা সদরে নয়, জেলার ৯টি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন সংস্থার উদ্যোগে নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্লক, বাটিক, সেলাই ও বিউটি পার্লারের কাজ শেখানো হয়।
Sumyia/Bodiar