ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৭-০২-২০২৩ ২২:৫৭

আপডেট: ০৭-০২-২০২৩ ২২:৫৭

শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুরের জাজিরা উপজেলার  দিনদুপুরে প্রকাশ্যে দোকানিকে কুুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে ডুবিসায়বর বন্দর কাজীরহাটে পাইকারি মুদি ব্যবসায়ী মিন্টু খালাসির দোকানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০-১২ জন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়। এসময় দোকানে থাকা লাভলু মোল্লাকে কুপিয়ে আহত করে ক্যাসবাক্সে রাখা ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।  পরে চিৎকার শুনে স্থানীয়রা আহত লাভলু মোল্লাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য লাভলু মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লাভলু মোল্লা দোকান মালিক মিন্টু খালাসির মামাতো ভাই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

Sanjida/shimul