নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে একটি চিহ্নিত চক্র ধর্মকে কেন্দ্র করে পাঠ্যপুস্তকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আজ (মঙ্গলবার) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্য নয় এমন সব বইয়ের ছবি ও উদ্ধৃতি তুলে ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চলছে।
পাঠ্যপুস্তকে কী কী ভুল রয়েছে তা চিহ্নিত করতে একটি কমিটি এবং ভুলগুলো গাফিলতি নাকি ইচ্ছাকৃত, তা নির্ধারণে আরেকটি কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।
KNR/shimul