নিজস্ব প্রতিবেদক: জনসচেতনতা তৈরি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য প্রতিবছর ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ পালন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, দেশের জনপ্রতিনিধিদের অনেকেই তাদের দায়িত্ব বোঝে না। তাই তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে এবং জনসেবার মান বাড়াতে এই দিবস কার্যকর ভুমিকা রাখবে।
এসময় এডিস মশা নিধন কার্যক্রমে অসন্তুষ্টি জানিয়ে, মশা নিধনে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার তাগিদ দেন মন্ত্রী।
Zubayer/shimul