সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি) সকালে বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রামের একটি খোলার মাঠ থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনিরুল ইসলাম বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুস ছালাম প্রামানিকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কাহারা দশখাদা গ্রামের মনিরুলকে গলা কেটে হত্যা করে মাঠে ফেলে রেখে গেছে। আমি স্থানীয়দের মাধ্যমে সকাল ৯টা দিকে জানতে পেরে থানায় খবর দেই। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, স্থানীয়সুত্রে হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে তা জানা যায়নি। আমরা তদন্ত করে দেখছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
afroza/shimul