চসিক প্রকৌশলীকে মারধর, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ০৭-০২-২০২৩ ১৮:৪৮

আপডেট: ০৭-০২-২০২৩ ১৮:৪৮

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাহাবউদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলশী থানার পশ্চিম বাঘঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯শে জানুয়ারি দুপুর সাড়ে ৩টার দিকে নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে একদল ঠিকাদার প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলা করেন। এদিন অভিযুক্তরা প্রকল্প পরিচালকের অফিস চসিকের চতুর্থ তলার ৪১০ নম্বর কক্ষ ভাঙচুর করে দেশীয় অস্ত্র দিয়ে গোলাম ইয়াজদানীকে পিঠিয়ে রক্তাক্ত করেন। এ ঘটনায় ওই দিন রাতে চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে সাহাবউদ্দিনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, দায়িত্ব নেয়ার পর থেকে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানী সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। তার সময়ে যথাযথ প্রক্রিয়ায় টেন্ডার হওয়ায় অভিযুক্তরা সুবিধা করতে পারছিলেন না। ফলে অনৈতিক সুবিধা না পেয়ে তারা পরিচালকের ওপর হামলা করেছেন।

মহানগর ডিবি উত্তর জোনের পরিদর্শক আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, চসিকের প্রকল্প পরিচালকের ওপর হামলার ঘটনায় চারজনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর সোমবার দিবাগত রাতে মামলার প্রধান আসামি সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

MHS/shimul