নীলফামারীতে সরিষার আবাদ বেড়েছে

প্রকাশিত: ০৭-০২-২০২৩ ১০:৩২

আপডেট: ০৭-০২-২০২৩ ১০:৩৮

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীতে ফসলের মাঠজুড়ে এখন সরিষার হলুদ ফুল। বিগত কয়েক বছরের তুলনায় জেলায় এবার সরিষার আবাদ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ ও কৃষক।সরিষা চাষে খরচ কম, লাভ বেশি। এছাড়া, অল্প পরিশ্রমে বেশি ফসল ঘরে তোলা যায় তাই অধিকাংশ কৃষক এখন সরিষা আবাদের দিকে ঝুঁকছেন।

নীলফামারীরসদর উপজেলার কুন্দপুকুর এলাকার মাঠজুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। দুচোখ যেদিকে যায়,শুধু মনজুড়ানো সরিষা ফুলের দৃশ্য। আর এই ফুলকে ঘিরে হাজার হাজার মৌমাছি ও প্রজাপতির আনোগোনা আকৃষ্ট করছে সৌন্দর্যপিপাসু দর্শনার্থীদের।

স্বল্প পরিচর্যায় সরিষার গাছগুলো সবল হওয়ার ফলে প্রতিটি গাছে ফুল ও দানা বেড়ে গেছে। এছাড়াআবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে বলে জানালেন চাষীরা।

সরিষার ব্যাপক আবাদে ব্যস্ততা বেড়েছে স্থানীয় তেল উৎপাদকদের। ভালো ফলন হওয়ায় কৃষক যেমন লাভবান হবেন পাশাপাশি কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে বলে জানান, ব্যবসায়িরা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের তুলনায় জেলায় এবছর ১২শ’ ২২ হেক্টর বেশী জমিতে সরিষার আবাদ হয়েছে বলে জানান,  জেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক এস এম আবু বকর সাইফুল ইসলাম।

 

sanjida/prabir