ঢাবির ২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ০৬-০২-২০২৩ ২২:৪৭

আপডেট: ০৬-০২-২০২৩ ২২:৪৯

নিজস্ব প্রতিবেদক: শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ (সোমবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে  জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, কবি জসীম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ও ২০১৭-২০১৮ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তানজির আরাফাত তুষার এবং জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ও ২০১৬-২০১৭ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী রাহুল রায়।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এই মর্মে চিঠি পাওয়ার পর সাতদিনের মধ্যে জবাব দিতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

উল্লেখ্য, এর আগে এক নারীর সঙ্গে অশ্লীলতা, তার স্বামীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছিল তানজির আরাফাত তুষার। এ ঘটনায় দায়ের করা মামলায় তুষার ছাড়াও আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র রাহুল রায়সহ আরও ৬ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল বলেও জানানো হয়েছে। 

Raz/sat