নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ০৬-০২-২০২৩ ২২:৩৭

আপডেট: ০৬-০২-২০২৩ ২২:৩৭

হিলি সংবাদদাতা: দিনাজপুরে নবাবগঞ্জে পিকআপের ধাক্কায় মোহাম্মদ রেজাউল করিম (৪০) নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। আজ (সোমবার) সন্ধ্যায় উপজেলার নবাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের গাজীপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম উপজেলা কুচদহ ইউনিয়নের জায়গীর পাড়ার সৈয়দ আলীর ছেলে। আহত শাহিন আলম একই এলাকার বাসিন্দা। 

নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ব্রতি রায় জানান, ট্রলিতে কাঠ নিয়ে কাঁচদহর দিকে যাচ্ছিলেন রেজাউল ও তার সহকারী। ট্রলিটি গাজীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে চালক রেজাউল করিম ও সহকারী শাহীন আলম গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে। 

তিনি আরো জানান, ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত অবস্থায় চালকের সহকারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Nishat/sat