শেষ শ্রদ্ধায় সিক্ত আওয়ামী লীগের দুই প্রবীণ নেতা

প্রকাশিত: ০৬-০২-২০২৩ ১৯:৩১

আপডেট: ০৬-০২-২০২৩ ২০:৫৩

নিজস্ব প্রতিবেদক: চিরবিদায়ের কালে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন আওয়ামী লীগের দুই প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক। রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদকে শেষ শ্রদ্ধা জানানো হয়। কলাবাগান মাঠে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের জানাজা। সেখানে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। প্রবীণ এই দুই রাজনীতিবিদ রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। 

রোববার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ষীয়ান এই নেতার মরদেহ নেয়া হয়। সেখানে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। 

পরে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের পক্ষ থেকেও তিনি শ্রদ্ধা নিবেদন করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। 

সোমবার দুপুরে এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে বোয়ালখালীতে তার নির্বাচনী এলাকায়। সেখানে প্রথমেই রাষ্ট্রীয় সম্মাননা  জানানো হয়। 

বাদ আসর অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। পরে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। মঙ্গলবার সকালে তৃতীয় জানাজার পর বন্দরনগরীর গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ। 

এদিকে, আওয়ামী লীগের আরেক প্রবীণ নেতা ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক সোমবার সকালে মারা যান। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।  

সোমবার বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে মরহুমের নামাজে জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

মঙ্গলবার সকালে গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রাম মানিকদহের পারিবারিক কবরস্থানে  চিরনিদ্রায় শায়িত হবেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক। 

 

Zubayer/sat