নিজস্ব প্রতিবেদক: একাত্তরে গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলে পাকিস্তানের সাথে সর্ম্পক ভালো হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শ্রীলঙ্কা সফর শেষে ফিরে আজ (রোববার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কায় পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন বাংলাদেশ চায় পাকিস্তান একাত্তরের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাক। ক্ষমা চাইলে সম্পর্ক উন্নয়নের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
তবে এর জবাবে হিনা রব্বানি কিছুই বলেননি বলেও জানিয়েছেন এ কে আব্দুল মোমেন।তবে তিনি বলেছেন, তাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমি বলেছি, আমাদের এখানেও সীমাবদ্ধতা আছে।
সার্ক নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, নেপাল বলল, গত আট বছর ধরে সার্কের সম্মেলন হচ্ছে না। এটা তারা চায়। আমি বলেছি, আপনারা এটা তোলেন। বিষয়টি নিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে আলাপ করেন, তারপর আমাদের বলেন। সার্কের সম্মেলন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।
Tanzila/Bodiar