দেশবাসীর সমর্থন চাইলেন নিগার সুলতানা

প্রকাশিত: ০৫-০২-২০২৩ ১৬:৫৭

আপডেট: ০৫-০২-২০২৩ ১৬:৫৭

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের মানুষের কাছে সমর্থন চেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ১০ দলের অধিনায়কদের নিয়ে স্থানীয় সময় (শনিবার) কেপটাউনে আয়োজন করা হয় ক্যাপ্টেনস ডে। সেখানে এক বার্তায় দেশের মানুষের কাছে সমর্থন চান টাইগ্রেস অধিনায়ক।

জ্যোতি বলেন, 'আমি বাংলাদেশের মানুষকে এবং সারা বিশ্বে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের অনুরোধ করবো, যেভাবে ছেলেদের দলটাকে আপনারা সমর্থন করেন, আমাদেরও সেভাবে করুন। আমরা আমাদের দেশকে গর্বিত করতে চাই।'

আগামী ১০ই ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এবারের আসর মাঠে গড়াতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। টানা চার বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে না পারার আক্ষেপ জানিয়ে অধিনায়ক জ্যোতি বলন, 'এটা আমাদের মাত্র পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪ সালের পর আমরা কখনো জিততে পারিনি, কিন্তু এবার নিজেদের সেরাটা দিয়েই লড়ব। এটা আমাদের জন্য সুযোগ নিজেদের সামর্থ্য আর প্রতিভা দেখানোর।'

বাংলাদেশ নারী ক্রিকেটের উন্নতির কথা জানিয়ে জ্যোতি বলেন, '২০১৮ সালে আমরা এশিয়া কাপ জেতার পর একটা বিশাল পরিবর্তন এসেছে আমাদের নারী ক্রিকেটে। বাংলাদেশের মানুষ নারী ক্রিকেট নিয়ে আরও বেশি আগ্রহ দেখাচ্ছে। আমরা অনেক নারী ক্রিকেটার পাচ্ছি, অনেক মেয়ে অনুপ্রাণিত হয়েছে। আমরা অনেক ঘরোয়া ক্রিকেট খেলছি। ২০১৮ সালের পর আমাদের নারী ক্রিকেটের অবকাঠামোতেও অনেক পরিবর্তন হয়েছে।'

rocky/sharif