আবাহনী, শেখ রাসেল ও পুলিশ ক্লাব জয়ী

প্রকাশিত: ০৪-০২-২০২৩ ১৯:৪১

আপডেট: ০৪-০২-২০২৩ ১৯:৪১

ক্রীড়া ডেস্ক: বিপিএল ফুটবলে আজকের ম্যাচে জয় পেয়েছে ঢাকা আবাহনী, শেখ রাসেল ও পুলিশ ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা আবহনী। 

এই জয়ে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে মারিও লেমোসের শিষ্যারা। খেলার ১০ মিনিটে পিটার আবাহনীকে লিড এনে দেন। ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলিনদ্রেস। ২-০ ব্যাবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। খেলার ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যাবধান কমায় শেখ জামাল। 

এদিকে, ঢাকায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজমপুর উত্তরাকে ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ময়ময়সিংহে আরেক ম্যাচে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়েছে পুলিশ ক্লাব।

 

Saju/Bodiar