রাজবাড়ীতে ট্রাক চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৪-০২-২০২৩ ১৮:৪১

আপডেট: ০৪-০২-২০২৩ ১৮:৪১

রাজবাড়ী সংবাদদাতা : প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাজবাড়ীতে ট্রাকের চাপায় দুই কিশোরের মৃত্যু হয়েছে আজ (শনিবার) দুপুরে চন্দনীর দয়ালনগর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব শেখের ছেলে সাকিব শেখ (১২) ও তাঁর ভাতিজা সিফাত শেখ (১৮)।

মিজানপুর ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন আহম্মেদ টুকু বিষয়টি নিশ্চিত করে জানান, সাকিব ও সিফাত মোটরসাইকেলে রাজবাড়ীতে যাচ্ছিল প্রাইভেট পড়তে। পথিমধ্যে দয়ালনগর নতুন রাস্তা এলাকায় রাজবাড়ীগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে দেয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই ওই দুইজনের মৃত্যু হয়।

 

Priyonty/Bodiar