ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আমার ভাষার চলচ্চিত্র’

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ২১:৫৮

আপডেট: ০৩-০২-২০২৩ ২১:৫৯

প্রবীর বড়ুয়া চৌধুরী: ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বাংলা ‘আমার ভাষার চলচ্চিত্র’। আগামী রবিবার (৫ ফেব্র“য়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ২১তম আসরের উদ্বোধন হবে। চলবে ৯ ফেব্র“য়ারি পর্যন্ত।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নেতৃবৃন্দ জানিয়েছে এবছর আয়োজনের ২১তম আসরে প্রদর্শিত হবে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য ‘হাওয়া’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’, ‘মানিকবাবুর মেঘ’ ইত্যাদি। 

এছাড়া আরও প্রদর্শিত হবে দুটি স্বল্পদৈর্ঘ্য ও একটি প্রামাণ্যচিত্র। দর্শকদের জন্য চলচ্চিত্র উপভোগের পাশাপাশি রয়েছে চলচ্চিত্র কুশলীদের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ। প্রতিটি শোয়ের টিকিট মূল্য ৫০ টাকা।

উৎসবের শেষদিন (৯ ফেব্রুয়ারি) প্রতিবারের মতো উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণে গত বছরের মুক্তিপ্রাপ্ত সেরা চলচ্চিত্রটিকে ‘হীরালাল সেন পদক’ প্রদান করা হবে। 

 

PBC/prabir