নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর মনোহরদী একটি কলাবাগান থেকে পঞ্চমণি দাস নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মনোহরদী উপজেলার একটি কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতে কয়েকবার তার ব্যবহৃত ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার দুপুর হাত-পা ও মুখ বাধা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
sanjida/prabir