পাবনায় নার্সদের লাঞ্চনার ঘটনায় একজন গ্রেফতার

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ১৭:০৪

আপডেট: ০৩-০২-২০২৩ ১৭:০৪

পাবনা সংবাদদাতা: পাবনা সদর হাসপাতালে ইন্টার্ন নার্সদের লাঞ্চনার ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (বৃহস্পতিবার) দিনগত রাতে পাবনা সদর থানার ভাড়ারা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সাদ্দামকে। হাসপাতালের পরিবেশ ফিরিয়ে বাকি অভিযুক্তদেরও গ্রেফতারে অভিযান আব্যহত রয়েছে বলেও জানান তিনি। 

তবে, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও এখনো কর্মবিরতি অব্যাহত রেখেছে ইন্টার্ন নার্সরা। আন্দোলকারীরা বলছেন নিরাপত্তা নিশ্চিতসহ বাকি সাত দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলতে থাকবে। এদিকে, হাসপাতালে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছেন  রোগী ও স্বজনরা। 

 

Nishat/prabir