ডুমুরিয়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ১৫:৩২

আপডেট: ০৩-০২-২০২৩ ১৫:৩২

খুলনা সংবাদদাতা : খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নিরব মন্ডলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে স্কুলের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিরব গুটুদিয়া গ্রামের শেখর মন্ডলের ছেলে। 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রতিদিনের মতো বাড়ির পাশে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যায় নিরব মন্ডল। এরপর নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে তার পরিবার। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে নিরবের বাবার শেখরের কাছে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় থানায় জিডি করে শেখর মন্ডল।   

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৬ শিশুকে আটক করা হয়েছে।                         

      

 

afroza/sharif