রোজার আগেই চড়া নিত্যপণের দাম

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ১৪:২৯

আপডেট: ০৩-০২-২০২৩ ১৫:৫৫

নিজস্ব প্রতিবেদক: রমজান শুরুর প্রায় দেড় মাস বাকি থাকলেও রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে রোজায় ব্যবহৃত পণ্যের দাম। প্রতি বছর রোজার মাসে বেশি চাহিদা থাকে তেল, চিনি, ছোলা, বেসন, ডাল, খেজুর প্রভৃতি পণ্যের। এসব পণ্যের বাজার এরই মধ্যে চড়া। তাই উদ্বেগ বাড়ছে ক্রেতার। ব্যবসায়ীরা বলছেন, ডলার ও এলসি সংকটের পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় এসব পণ্যের দাম বেড়েছে। 

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হচ্ছে। কিন্তু রাজধানীর বাজার ঘুরে দেখা গেলো ভিন্ন চিত্র। রমজান শুরুর আগেই রোজায় ব্যবহৃত পণ্যের দাম বেড়ে গেছে। 

ছোলা, চিনি, ডাল, তেলসহ যে সব পণ্য রোজায় ব্যবহৃত হয়, সেসবের দাম চড়তে শুরু করেছে। দাম বাড়ার বিষয়টি স্বীকার করে এজন্য নানা কারণকে দায়ী করলেন বিক্রেতারা।

এভাবে পণ্যের মূল্য বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে নজরদারি ব্যবস্থা জোরদার না হলে দাম কমানো সম্ভব নয় বলে মনে করেন তারা।

Piash/sharif