চাঁদপুর সংবাদদাতা: দেশের সব শিক্ষার্থীর কাছে সব পাঠ্যবই এরই মধ্যে পৌঁছে দেয়ার কথা। তবে কোথাও কোন কারণে দেরি হলে বিষয়টি যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মণি।
শুক্রবার সকালে, চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, এরইমধ্যে ক্লাস শুরু হয়েছে। কোথাও বই না পৌঁছালেও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সব বই থাকায় শ্রেণীকক্ষে পড়ানোয় শিক্ষকরা সমস্যায় পড়বেন না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতা ও মূল্যবোধ শেখার মধ্য দিয়ে আজকের শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ।
sanjida/sharif