গাজীপুরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩-০২-২০২৩ ১১:২৪

আপডেট: ০৩-০২-২০২৩ ১১:২৪

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের পৃথক দুই জায়গায় আলাদা ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) জেলার মহানগরীর বাসন থানার নলজানী এলাকা এবং ইটাহাটা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তার স্ত্রী ফারজানা হক কচি (৩০) ও শিশু আয়েশা আক্তার (আড়াই বছর) শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কান্দুলী গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে। 

বাসন থানার ওসি সানোয়ার জাহান জানান, সকালে ওই পুলিশ কর্মকর্তার ঘরে হঠাৎ বিকট শব্দে বিষ্ফোরণে আগুন ধরে যায়। শব্দ শুনে প্রতিবেশিরা ছুটি আসে। এসময় তারা ঘরের আগুন নিভিয়ে ঘরে প্রবেশ করলে আগুনে পুড়ে যাওয়া ফারজানা হক কচির লাশ ফ্লোরে পরে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

থানার ওসি আরো জানান, ইটাহাটা এলাকায় নির্মানাধীন একটি কারখানার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু আয়েশা আক্তার। নির্মাণকর্মীরা ওই কারখানায় ঝালাই দেওয়ার সময় একটি গ্যাস সিলিন্ডারের মাথার অংশের নজেলসহ মিটার হঠাৎ করে ছুটে গিয়ে আয়েশার মাথা ও মুখে আঘাত করে। স্বজনেরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন। 

Nishat/sharif