নিজস্ব প্রতিবেদক: চলতি মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এসময় দেশের কোথাও কোথাও এক থেকে দু'দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে। চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে গতকাল (বৃহস্পতিবার) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, ফেব্রুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দু'টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে দুদিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ (শুক্রবার) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
এদিকে, বৃহস্পতিবার থেকে চার জেলায় শৈত্যপ্রবাহ বইছে। মাঘের মাঝামাঝিতে উত্তরের জেলা নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
Mustafiz/sharif