নাটোর সংবাদদাতা: নাটোরের গুরুদাসপুরের আত্রাই নদীতে পলো দিয়ে মাছ ধরার উৎসবে মেতেছিল এলাকার বিভিন্ন বয়সের শত শত মানুষ। দল বেধে মাছ ধরার এই উৎসবকে বলা হয় বাউৎ উৎসব। বছরের বিশেষ দিনে নদী বা বিলের পানি কমে আসলে দল বেধে মাছ ধরেন মাছ শিকারীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীতে পলো দিয়ে চলে মাছ ধরার উৎসব। এ সময় উপজেলার ধামাইচ বাজার, হেমননগর, মাগুড়া বিনোদ, হামকুড়িয়াসহ বেশ কয়েকটি গ্রামের ছেলে-বুড়োসহ কয়েক শত মানুষ মাছ ধরেন। শোল, বোয়াল, কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে বেশ খুশি তারা।
উৎসবের দিন সকালেই নিজ নিজ পলো, হাতজাল, উড়ালজাল ও লাঠিজালসহ নানা ধরণের মাছ ধরার যন্ত্র নিয়ে বিলের পাড়ে গিয়ে সমবেত হন তারা। নির্ধারিত সময় বাঁশি বেজে ওঠলেই সবাই মিলে এক সঙ্গে পলো নিয়ে পানিতে ঝাপিয়ে পড়েন। নানা আধুনিকতায় উৎসবটি হারাতে বসলেও বিল অঞ্চলে এখনো টিকে আছে এই ঐতিহ্য। উৎসবের সপ্তাহ খানেক আগে গ্রামে-গঞ্জে টিন বা ঢোল বাজিয়ে জানিয়ে দেয়া হয় উৎসবের তারিখ। এমন খবর জানার পর লোকজন পূর্ব প্রস্তুতি নিয়ে বাজার থেকে নতুন পলো ক্রয় করেন।
lamia/prabir