বগুড়া সংবাদদাতা : বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনের ফলাফল পাল্টিয়ে দেওয়া অভিযোগে আদালতে যাচ্ছেন বহুল আলোচিত ব্যক্তি আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বৃহস্পতিবার (২রা ফেব্র“য়ারি) বিকেলে বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে বগুড়া-৪ আসনের ফলাফলের তালিকা সংগ্রহ করেন তিনি।
সাংবাদিকদের তিনি জানান, আগামী রবিবার অথবা সোমবার উচ্চ আদালতে এ বিষয়ে মামলা দায়ের করবেন, এজন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন।
হিরো আলম বলেন, নির্বাচন সুষ্ঠ হলেও ফলাফল সুষ্ঠ হয়নি। কারণ এমন কোন কেন্দ্র নেই যেখান থেকে পাশের খবর পাইনি। কেন্দ্রে আমাদের যেসব এজেন্ট ছিলো, এলাকার লোক ছিলো সবাই বলেছে আমি পাশ করেছি। কিন্তু যখন রেজাল্ট হলো, তখন এসে আমি পাশ করলাম না কেন? কিছু জায়গাতে আমাকে ২৭টা ভোট দেখানো হয়েছে বিজয়ী প্রার্থীকে দেখানো হয়েছে ৫০০ ভোট, কিছু জায়গায় আমাকে দেখানো হয়েছে ২০টি তাকে দেখাছে ৩০০টি।
সবকিছু মিলে তার সন্দেহ হয়েছে এ কারণে কাগজপত্র তুলেছেন তিনি। এই কাগজ নিয়ে তিনি হাইকোর্টে রিট করবেন। তিনি বলেন নির্বাচন কমিশনের যারা আছে তাদের ওপরে আস্থাই নেই, প্রতিটি ক্ষেত্রেই তাদের ওপর থেকে বিশ^াস হারিয়ে গেছে। তিনি বলেন আমি দুইবার নির্বাচনে দাঁড়ালাম, দুই বারই তারা প্রার্থীতা বাতিল করলো, আমি হাইকোর্ট থেকে রায় নিয়ে এলাম।
Sumyia/prabir