হেরে গেলেন হিরো আলম, জয় তানসেনের

প্রকাশিত: ০১-০২-২০২৩ ২০:৩০

আপডেট: ০১-০২-২০২৩ ২০:৩০

নিজস্ব সংবাদদাতা: বগুড়া-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

রেজাউল করিম তানসেন পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। প্রথমদিকে ৬৩ কেন্দ্রে ফলে হিরো আলম প্রায় দুই হাজারের বেশি ভোটে এগিয়ে থাকলে ১১২ কেন্দ্রে ভোট গণনায় এক হাজার ৮৩৪ ভোটে পরাজিত হন এই স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (পহেলা ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

 

MHS/shimul